পাংশায় চালকদের নিয়ে আওয়ামী লীগের জনসভা

0

রাজবাড়ীর পাংশাতে ব্যাটারি চালিত ভ্যান, নছিমন ও ইজিবাইক চালকদের নিয়ে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে পাংশা সরকারি কলেজ মাঠে পাংশা ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুই উপজেলার ১২ হাজার চালক নিয়ে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় আসা চালকদের জন্য মধ্যহ্নভোজের আয়োজন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। এছাড়া সকল চালকদের একটি করে ফলজ গাছ উপহার দেওয়া হয়।

জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। জনসভায় অংশ নেওয়া বেশ কয়েকজন ভ্যান চালক বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমান সরকারের সময় অনেক উন্নয়ন হয়েছে। আমরা বর্তমানে গাড়ি চালিয়ে শান্তিতে আছি। 

পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব মন্ডলের সঞ্চালনায় জনসভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল হক রেজা বক্তব্য রাখেন। 

জনসভার পূর্বে পবিত্র আশুরা উপলক্ষে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here