বঙ্গোপসাগরে ২ ট্রলারডুবি, নিখোঁজ ১

0

হঠাৎ বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। ঢেউয়ের তাণ্ডবে টিকতে না পেরে অধিকাংশ ট্রলার নিয়ে ফিরে আসেছেন জেলেরা। গভীর সমদ্রে ২৯ জেলেসহ দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে রবিউল (২৯) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার দুপুরে কুয়াকাটা থেকে ২০ কিলোমিটার গভীর সমুদ্রে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ রবিউলের বাড়ি পাশ্ববর্তী রাঙ্গাবালীর উপজেলার মৌডুবী ইউনিয়নের রফিক মিয়ার ছেলে। 
জানা গেছে, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে তারা গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়েছেন। শুক্রবার দুপুরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে যায়। এসময় অন্য ট্রলারের জেলেরা ২৮ জেলেকে উদ্ধার করলেও জেলে রবিউল এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে। তাদেরকে ওই রাতে স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে ট্রলার দুটি উদ্ধারে অভিযান চলছে বলে ট্রলার মালিক জানিয়েছেন।
নিখোঁজ জেলে রবিউলের বাবা মো. রফিক মুন্সি জানান, তার ছেলে দু’দিন ধরে নিখোঁজ। পরিবারের কারোর ঘুম ও খাওয়া নাই। ছেলের নিখোঁজের সংবাদ শুনে মা পাগলপ্রায়। তবে পবিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তিনিও হতভম্ব। তবে এফবি জোবায়ের ট্রলারের মালিক মো. ইলিয়াস মৃধা জানান, রবিউলের সন্ধানে সাগরে ট্রলার পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here