লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরে খেলতে আজ শনিবার দেশ ছেড়েছেন টাইগার পেসার শরিফুল ইসলাম।
আগামীকাল রবিবার শুরু হতে যাওয়া টুর্নামেন্টে শরিফুল খেলবেন কলম্বো স্ট্রাইকার্সে।
বিমানবন্দরে শরীফুল সাংবাদিকদের বলেছেন, সবার জন্যই প্রথমবার যে কোনো লিগ রোমাঞ্চকর হয়। আমিও ওরকম আর কী, একটু হলেও রোমাঞ্চিত আছি। প্রথমে ওরাই আমাকে বার্তা পাঠিয়েছিল। ওখান থেকেই জেনেছি।
এলপিএল শেষ করে এশিয়া কাপ অভিযানে নামছেন শরিফুল। শ্রীলঙ্কা ও পাকিস্তানে মিলে হবে মহাদেশীয় টুর্নামেন্টের এবারের আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কারই পাল্লেকেলেতে।