সিডনিতে গালা নাইট পরবর্তী ধন্যবাদ জ্ঞাপন

0

সিডনিস্থ বিডি হাবে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম তাদের গালা নাইট পরবর্তী ধন্যবাদ জ্ঞাপনের আয়োজন করেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি আবদুল রতন খান ও সাধারণ সম্পাদক ব্রায়ান লাল অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সকল সদস্য ও উপদেষ্টা পরিষদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, গত ১৬ জুলাই সন্ধ্যায় সিডনির অর্টিমো হাউজ ডেনহাম কোর্টে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম গালা নাইট ২০২৩ এর আয়োজন করে। অনুষ্ঠানে ফেডারেল ও নিউ সাউথ ওয়েলসের মন্ত্রী, সিনেটার, ফেডারেল এমপি, বিরোধী দলীয় নেতা, স্টেট এমপি, এমএলসি, মেয়র ও কাউন্সিলরসহ মূলধারার ২১ জন রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here