তাজিয়া মিছিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ভারতে ৪ জনের মৃত্যু

0

মহররমের তাজিয়া মিছিল বের করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরো ৭ জন। শনিবার সকাল দশটার দিকে ঝাড়খণ্ডের বোকারোর পেতেরওয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে খবর, সকাল ছয়টা নাগাদ ওই শোভাযাত্রাটি যখন খেটগো গ্রামের ভিতর প্রবেশ করছিল, সেসময় ওপর দিয়ে যাওয়া হাইটেনশনের তার এসে লাগে শোভাযাত্রায় থাকা পতাকা বহনকারী একটি লোহার রডে। আহতদের বোকারো জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

আহত সাত  জনের চিকিৎসা চলছে, তারা সকলেই স্থিতিশীল রয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here