বরগুনায় নাশকতার মামলায় এজাহারভূক্ত জেলা জামায়াতের সেক্রেটারি এস.এম. আফজুলুর রহমান ও সদস্য জহিরুল হককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বেলা ২ টার দিকে বরগুনা শহরের মাছ বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বরগুনা থানায় ইতোপূর্বে দায়ের করা নাশকতার একটি মামলায় এজাহারভূক্ত আসামি ছিলেন জামায়াত সেক্রেটারি আফজালুর রহমান এবং জহিরুল হক।