নানা সূত্রের বরাতে জানা গেছে বিশ্বকাপ ও এশিয়া কাপ ঘিরে আয়োজন করা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্পে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এই ক্যাম্পে পারফর্ম্যান্সে নির্বাচকদের মন জয় করতে পারলেই জায়গা পেতে পারে প্রাথমিক দলে। সোমবার শুরু হচ্ছে টাইগারদের ফিটনেস ট্রেনিং। ৮ আগস্টের আগে ২০ সদস্যের দল দিতে চায় নির্বাচকরা।
রিয়াদ টানা তিনটি আন্তর্জাতিক সিরিজ খেলেননি। সর্বশেষ হজের কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করেছেন। তবে তারও চোখ আছে এশিয়া কাপ, বিশ্বকাপে। সেজন্য জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার ছুটি কাটালেও একক অনুশীলন শুরু করেছেন ডানহাতি এই ব্যাটার।
ক্যারিয়ারে ২১৮টি ওয়ানডে খেলেছেন মাহমুদউল্লাহ। তিনটি সেঞ্চুরি ও ২৭টি ফিফটিতে করেছেন ৪৯৫০ রান। উইকেট নিয়েছেন ৮২টি। দীর্ঘসময় ধরে বাংলাদেশ দলে লোয়ার মিডলঅর্ডারে ব্যাটিং করেছেন। ২০১৫ বিশ্বকাপে পর পর দুই ম্যাচে সেঞ্চুরি করে দলের অপরিহার্য ক্রিকেটার হয়ে ওঠেন।