অসীম প্রেম একমাত্র সত্য, বাকি সবই মায়া: সাফা কবির

0

প্রেমের গুণগান এক চিরন্তন রীতি। কারণে ও অকারণেই মানুষ প্রেমে পড়ে। আওড়ায় প্রেমের অমীয় বাণী। অনেকেই প্রেমকে জীবনের ধ্রুব সত্য মানেন। কেউ আবার এই প্রেমের বানে ভাসতে ভাসতে জড়ান মায়ায়। কখনো কখনো প্রেম আর মায়া মিলেমিশে হয় একাকার।

এবার অভিনেত্রী সাফা কবির হাজির হলেন তেমন প্রেমের কথন নিয়ে। কালো শাড়িতে সবুজ মায়া ছড়ানো ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অসীম প্রেম একমাত্র সত্য। বাকি সবই মায়া।’ 

কয়দিন আগেই থাইল্যান্ড ঘুরে এসেছেন সাফা। সবশেষ তাকে দেখা গেছে মহাখালীর স্টার সিনেপ্লেক্সে। হলিউডের বার্বি সিনেমার প্রিমিয়ার শোতে হাজির হয়েছিলেন গোলাপি পোশাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here