ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ জুভেন্টাস

0

আর্থিক লেনদেনে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) আইন ভাঙায় জুভেন্টাসকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ করল উয়েফা।

ইতালিয়ান লিগে গত মৌসুমে টেবিলের সাত নম্বরে থেকে মৌসুম শেষ করা জুভেন্টাসের জায়গা মেলেনি চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে। তবে কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করলেও পুরোনো অপরাধের কারণে সেটিতেও যেতে পারছে না তুরিনের বুড়িরা।  

এপ্রিলে গিয়ে স্থগিত করা হয় পয়েন্ট কাটার শাস্তি। তবে সেটি বেশিদিন স্থায়ী হয়নি। পরের মাসেই এক শুনানিতে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়। সঙ্গে জুভেন্টাসকে গুণতে হয় আর্থিক জরিমানাও। এক্ষেত্রে ক্লাবটি কিছুটা ছাড় পেতে পারে, যদি আগামী তিন বছরে যদি দলটির আর্থিক লেনদেন এফএফপির আইন মেনে হয়, তাহলে তাদেরকে জরিমানার অর্ধেকটা দিলেই হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here