‘আমি কী তুমি’তে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন

0

দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’। রহস্য, রোমান্স ও প্রেম- সবকিছুর সমন্বয়ে নির্মিত এই সিরিজটি দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক। যেখানে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু প্রমুখ। মেহজাবীনের রহস্যময় উপস্থিতি আর লুকে মজেছেন নেটিজেনরা।

সোশ্যাল সাইটে লিখছেন এই সিরিজ নিয়ে, বিশেষ করে মেহজাবীনকে নিয়ে। আট পর্বের এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। সিরিজটি দেখে সায়েন্স ফিকশনের সঙ্গে শিহরণ জাগানো টান টান উত্তেজনা আর টুইস্ট পাচ্ছেন দর্শক। বিশেষ করে এতে অভিনয় করা মেহজাবীন চৌধুরীর দুর্দান্ত অভিনয় দেখে চোখ সরাতে পাচ্ছেন না দর্শক- এমনটাই বলছেন নেটিজেনরা।

গল্পে দেখা যায়, একটি মেয়ের নায়িকার হওয়ার স্বপ্নে বিভোর থাকে। যাকে কোনোভাবেই তার পুলিশ বাবা অভিনয় করতে দেবে না। কিন্তু প্রেমিক সহকারী পরিচালকের মাধ্যমে মেয়েটি বিভিন্ন প্রযোজক ও পরিচালকের কাছে যায়। শুরু হয় মেয়েটির নতুন যাত্রা, যেখানে উঠে আসে সাইন্স ফিকশন! যেখানে একটি প্রেক্ষাপটে উঠে আসে শহরে ক্রিস্টাল বল বৃষ্টি! যা দর্শকদের মনে অনেকটা বিস্ময় জাগিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here