ওয়ানডে বিশ্বকাপের খেলা যারা মাঠে বসে দেখতে চান, তাদের টিকিট পেতে এখনো কিছু দিন অপেক্ষা করতে হবে। আগামী ১০ আগস্ট থেকে টিকিট বিক্রি শুরু হতে পারে। তার আগে বিশ্বকাপের সূচিতে কিছু বদল হতে পারে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন যে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদল হবে। আরও কয়েকটি ম্যাচের দিন বদল হতে পারে। সূচিতে সেই সব পরিবর্তন করার পরেই টিকিট বিক্রি শুরু হবে। তবে এবার অনলাইনে টিকিট কাটলেও ছাপানো টিকিট সংগ্রহ করতে হবে। অনলাইনে কাটা টিকিট দেখিয়ে মাঠে ঢোকা যাবে না বলে জানানো হয়েছে।
১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন নবরাত্রি উৎসব রয়েছে। গুজরাটে এই উৎসব খুব বড় করে পালন করা হয়। সেই কারণে একই দিনে আহমেদাবাদ ভারত-পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করা কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই এই ম্যাচের দিন পরিবর্তন হতে পারে। ১৪ অক্টোবর হতে পারে সেই ম্যাচ। এই সব পরিবর্তনের পর টিকিট বিক্রি শুরু হবে।
অনলাইনে টিকিট কাটার পর ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি কেন্দ্রে অন্তত সাত-আটটি কাউন্টার থাকবে। সেখান থেকে ছাপা টিকিট পাওয়া যাবে। খেলা শুরু হওয়ার আগে হাতে যথেষ্ট সময় রেখে এই টিকিট দেওয়া হবে। শুক্রবার এ খবর জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।