রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে বিএনপি অবস্থান নেওয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নিয়েছে দলটি। এই মোড়ে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা।
অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহানগর দক্ষিণের ভাইস প্রেসিডেন্ট সরফদ্দিন আহম্মেদ সেন্টুসহ শতাধিক নেতাকর্মী নয়াবাজার মোড়ে অবস্থান করছেন।
এ মোড়ের কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।