ঠাকুরগাঁওয়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন

0

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় মন্ডলাদাম নেছারিয়া দাখিল মাদ্ররাসার চারতলা ও রুহিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের একতলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে ভবন দুঈটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দুই কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে মন্ডলাদাম নেছারিয়া দাখিল মাদরাসার চারতলা ভবনের নির্মাণ সম্পন্ন করা হয়। এছাড়াও ৮০ লাখ টাকা ব্যয়ে রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের একতলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

ভবন দুইটির উদ্বোধন শেষে এক আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অররুণাংশু দত্ত টিটো,  সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here