গুঞ্জনটাকেই সত্যি করে শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল আহলিতে নাম লিখিয়েছেন রিয়াদ মাহরেজ। ছেড়েছেন এতো দিনের ঘর ম্যানচেস্টার সিটিকে।
৩ কোটি পাউন্ডের চুক্তিতে আহলিতে যোগ দিয়েছেন এই আলজেরিয়ান। ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন তিনি।
২০১৮ সালে ৬ কোটি পাউন্ডে রিয়াদকে কিনেছিল সিটিজেনরা। সিটির হয়ে ৪ প্রিমিয়ার লিগ ও এক চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মাহরেজ।
সব মিলিয়ে মাহরেজ সিটির হয়ে জিতেছেন ১০টি শিরোপা। গত মৌসুমে সিটির ট্রেবল যাত্রায় ৪৭ ম্যাচে ১৫ গোল করেছেন রিয়াদ।