অপহরণের ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

0

কক্সবাজারের টেকনাফে অপহরণের ২২ ঘণ্টা পর নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৫ টার দিকে টেকনাফের হ্নীলা দারুসসুন্নাহ মাদ্রাসার ভেতর পানি চলাচলের ড্রেইন পাশ থেকে তার মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভিকটিমের মা জেসমিন আক্তার বলেন, বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যার পর আমার মেয়ে ফারিহা হ্নীলা পশ্চিম সিকদার পাড়ায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে আমার কাছে মোবাইল করে মুক্তিপণ হিসাবে ৫ লাখ টাকা দাবি করেন অপহরণকারীরা। এঘটনার পর রাতে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অপহরণের পরদিন শুক্রবার বিকাল ৫টার দিকে হ্নীলা দারুসসুন্নাহ মাদ্রাসার ভেতর একটি ড্রেইনের পাশ থেকে আমার মেয়ের মরদেহ পুলিশ উদ্ধার করে। আমার মেয়ে ওই মাদ্রাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান,অপহৃত মাদ্রাসার শিক্ষার্থী ফারিহার আক্তারের মরদেহ হ্নীলা দারুসসুন্নাহ মাদ্রাসার একটি পানি চলাচলের ড্রেনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here