নারায়ণগঞ্জের বন্দরে আফসানা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে আফসানার স্বামী অনিক মিয়া স্ত্রীকে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।
বৃহস্পতিবার রাতে মদনপুর নেহাল সরদারের বাগ ভাড়াটিয়া বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামী মো. অনিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গৃহবধূ আফসানা সোনারগাঁও উপজেলার কাঁচপুর রাগারটেক গ্রামের মৃত জুলফিকার আলীর মেয়ে।
গৃহবধূ আফসানার চাচাতো ভাই খাইরুল ইসলাম জানান, মাদারীপুরের কালকিনি উপজেলার রামারফুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে অনিকের সঙ্গে প্রেমের সম্পর্কে দুই বছর আগে পালিয়ে বিয়ে হয় আফসানার। বিয়ের পর থেকে তারা নারায়ণগঞ্জ বন্দর থানার লাউসার গ্রামের নেহাল সরদারের বাগ করিম মেম্বারের বাড়িতে ভাড়ায় বসবাস করতো। তাদের সংসারে ১০ মাসের আব্দুল্লাহ নামে একটি সন্তান রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের কোন একপর্যায়ে স্বামী অনিক স্ত্রী আফসানাকে আঘাত করেছে। সেই আঘাতে হয়তো স্ত্রীর মৃত্যু হয়েছে। এরপর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে তার অনিক।
প্রতিবেশীরা জানান, বিয়ের পর দুই বছর ধরে একই বাসায় তাদের ঘর-সংসার চলছিল। খুঁটিনাটি ঘটনা নিয়ে প্রায়ই ঝগড়া ও মারামারি হতো। বৃহস্পতিবার রাতে পূর্বের ন্যায় নিয়মিত খাওয়া দাওয়া শেষে ঝগড়া হয়। এরপর রাত দেড়টার দিকে বাড়িওয়ালাকে অনিক ডেকে এনে দেখান তার স্ত্রী ফাঁসি দিয়েছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রাতেই লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে বন্দগর থানার ওসি আবু বক্কর জানান, আত্মহত্যা করেছে এ রকম খবর পেয়ে এক নারী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে হালকা খামছির চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।