হঠাৎ সফরে ইউক্রেনে গেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরহমান আল থানি। তিনি একই সাথে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করবেন তিনি।
তিনি আরো জানিয়েছেন, চলমান উত্তেজনা কমাতেও উদ্যোগ নেবেন কাতারের প্রধানমন্ত্রী। শস্য রফতানি চুক্তি পুনর্বহালের বিষয়েও আলোচনা করবেন কাতারের তিনি।
সূত্র: আরব নিউজ