রাশিয়ার সেনাদের হটিয়ে নিজেদের ভূমি ফের নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষেত্রে দক্ষিণাঞ্চলে সফলতা পাওয়ার দাবি করেছে ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, ইউক্রেনের সেনারা স্তারোমিওস্কে গ্রামটি ফের নিয়ন্ত্রণে নিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জানিয়েছেন, ইউক্রেন পাল্টা হামলার তীব্রতা বাড়িয়েছে।
সেন্ট পিটার্সবার্গে পুতিন সাংবাদিকদের বলেছেন, পাল্টা আক্রমণে কোনো সুবিধা করতে পারছে না ইউক্রেন। তিনি বলেন, ‘তাদের সব পাল্টা প্রতিরোধ চেষ্টা থামিয়ে দেওয়া হয়েছে। শত্রুদের বড় ক্ষয়ক্ষতি করে ফেরত পাঠানো হচ্ছে।’
যদিও জেলেনস্কির পোস্ট করা ভিডিওতে সেনাদের ইউক্রেনের পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, ‘আমরা দখলদারদের হটানোর কাজ অব্যাহত রেখেছি।’
সূত্র: বিবিসি