বাগেরহাটের মোরেলগঞ্জে শেখ রাসেল শিশুপার্কে বিভিন্ন প্রজাতির ৫০০ গাছের চারা রোপণ করা হয়েছে। পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার বৃহস্পতিবার বিকাল ৬ টার দিকে শিশুপার্কে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
পৌরসভা মেয়র বলেন, পৌরসভার তত্ত্বাবধানে নির্মাণাধীন শেখ রাসেল শিশু পার্কটি দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করে সাজাতে এই উদ্যোগ গ্রহণ করাা হয়েছে। এ সময় কাউন্সিলর শংকর রায়, মোহাম্মদ নান্না শেখ, আজিজুর রহমান মিলন, মহিদুল ইসলাম, শাহিন শেখ, ইউনুস আলী সরদার, ওয়ালিউর রহমান সুজন, হীরা বেগম, তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক খান শহিদুল ইসলাম, অ্যাডভোকেট আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।