অভিবাসী সমস্যা সমাধানে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই চালু রাখতে হবে: এরদোয়ান

0

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে সফলভাবে লড়াই করার মাধ্যমেই অবৈধ অভিবাসন সমস্যার সমাধান সম্ভব।

আঙ্কারায় পুলিশ ভোকেশনাল স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্ততৃকালে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আশা করি আমরা আমাদের সংস্কৃতি, বিশ্বাস, আইন এবং ন্যায়বিচারের নীতি অনুসারে এই সমস্যাটির (অনিয়মিত অভিবাসন) সমাধান করতে পারব।

উল্লেখ্য, তুরস্কের বিরুদ্ধে ৩৫ বছর ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে পিকেকে। তুরস্কের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও এটাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। নারী ও শিশুসহ ৪০ হাজারেরও বেশি মানুষ হত্যার জন্য দায়ী করা হয় এই সন্ত্রাসী সংগঠনটিকে।

এরদোয়ান আরো বলেন, তুরস্কের অর্থনীতি, গণতন্ত্র, পররাষ্ট্র নীতি, ঐক্য এবং অখণ্ডতার বিরুদ্ধে সকল প্রচেষ্টা বন্ধ করতে হলে সন্ত্রাসবাদকে সম্পূর্ণরূপে পরাজিত করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here