জিম আফ্রো টি-টেন লিগে দারুণ সময় পার করছেন তাসকিন আহমেদ। এই টুর্নামেন্ট খেলার মাঝেই গেল সোমবার লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছিলেন এই টাইগার পেসার। তবে লিগটিতে খেলার ছাড়পত্র পাচ্ছেন না তিনি।
বৃহস্পতিবার (২৭ জুলাই) মিরপুরে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন তাসকিনকে লঙ্কান লিগে ছাড়পত্র না দেওয়ার কারণ। এ সময় তিনি বলেন, ‘এলপিএলে তাসকিনের বিষয়টা বিবেচনাধীন আছে। ক্রিকেটে তার সাম্প্রতিক অংশগ্রহণ ও ওয়ার্কলোড বিবেচনা করে বিষয়টিকে আমরা ভিন্নভাবে চিন্তা করছি।’