বাগেরহাটে বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

0

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির ৮ নেতাকর্মীকে নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রামপালের গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বিএনপির এসব নেতাকর্মীকে গ্রেফতার করে ফয়লাহাট ফাঁড়ি পুলিশ। 

এদিকে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা জানিয়ে মুক্তির দাবি জানিয়েছেন।

ফয়লাহাটের পু্িলশ ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার আব্দুল মবিন বাদী হয়ে বৃহস্পতিবার সকালে বিএনপির এসব নেতাকর্মীদের নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। নাশকতার এই মামলায় বিএনপির ৩০ নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here