ঝালকাঠিতে গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

0

ঝালকাঠির কাঠালিয়ায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে প্রতিবেশী মোজাম্মেল বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

রায়ে মোজাম্মেলের ছোট ভাই আব্দুল হক বিশ্বাসকে খালাস প্রদান করা হয়। ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আসম মোস্তাফিজুর রহমান মনু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামি মোজাম্মেল বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন।

ঘটনার পর দিন ২৭ নভেম্বর আব্দুল মান্নান বাদী হয়ে কাঠালিয়া থানায় মোজাম্মেল বিশ্বাস, তার ছোট ভাই আব্দুল হক বিশ্বাস, নুরুল হক বিশ্বাস, ছেলে সজিব বিশ্বাস, স্ত্রী মাসুমা বেগম ও নান্না সিকদারসহ মোট ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৫ সালের ১৬ জুন ঝালকাঠি সিআইডি পরিদর্শক শেখ আবুল খায়ের ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে। আসামি সজিব বিশ্বাসের বয়স ১৬ বছর হওয়ায় তার নামে আলাদা অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলাটি দায়রা আদালতে বিচারে আসলে মোজাম্মেল বিশ্বাস, তার ভাই আব্দুল হক এবং ছেলে সজিব বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং তিনজনকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।

শিশু আসামি সজিবের বিচারের জন্য দোষীপত্র শিশু আদালতে পাঠানো হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে মোজাম্মেল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং হক বিশ্বাসকে খালাস প্রদান করেন। মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল-আমিন পলাশ। শিশু সজিবের মামলায় রায় শিশু আদালতে আগামী ৩০ জুলাই  ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here