লিভারপুলকে বিদায় বলে দিলেন হেন্ডারসন

0

সাম্প্রতিক গুঞ্জনকে সত্যি প্রমাণ করে লিভারপুলকে বিদায় বলে দিলেন জর্ডান হেন্ডারসন। সৌদি আরবের ক্লাব আল-ইত্তিফাকে তিনি যোগ দিতে যাচ্ছেন বলে ইংলিশ সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে গত কিছুদিনে। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার বুধবার সামাজিক মাধ্যমে জানিয়ে দেন লিভারপুল ছাড়ার খবর। তিনি জানান, এই ১২ বছরকে ভাষায় ফুটিয়ে তোলা কঠিন এবং আরও বেশি কঠিন বিদায় জানানো। সবকিছুর জন্য আপনাদেরকে ধন্যবাদ।

২০০৮ সালে সাদারল্যান্ডের হয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু। মাঝে এক বছর কভেন্ট্রি সিটিতে ধারে খেলে আবার সাদারল্যান্ডে ফিরে যান। ২০১১ সালে যোগ দেন লিভারপুলে। সেই থেকে অ্যানফিল্ডের সঙ্গে তার বন্ধন ছিল অটুট। শুরুতে কিছুটা ধুঁকলেও ক্রমে নিজেকে মেলে ধরেন এই ক্লাবে। ধীরে ধীরে হয়ে ওঠেন ক্লাবের অবিচ্ছেদ্য অংশ। ২০১৫ সাল থেকে লম্বা সময় নেতৃত্বও দেন দলকে। 

লিভারপুলের সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৫ পর্যন্ত। কিন্তু দুই বছর আগেই তা শেষ হয়ে গেল। ইংলিশ সংবাদমাধ্যমের খবর, ১ কোটি ৩০ লাখ পাউন্ডে তাকে দলে নিচ্ছে আল ইত্তিফাক।  আল ইত্তিফাকে তিনি কোচ হিসেবে পাবেন লিভারপুলের কিংবদন্তি ও সাবেক সতীর্থ স্টিভেন জেরার্ডকে। 

হেন্ডারসনকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই অবশ্য আরেকজনকে দলভুক্ত করার কথা জানিয়ে দিয়েছে আল ইত্তিফাক। ফ্রান্সের ফরোয়ার্ড মুসা দেম্বেলেকে দলে নিয়েছে তারা।  অলিম্পিক লিওঁর সঙ্গে চুক্তি শেষে ফ্রি এজেন্ট হিসেবে এই ক্লাবে যোগ দিয়েছেন দেম্বেলে। ২৭ বছর বয়সী এই ফুটবলারকে নিয়েও গুঞ্জন ছিল গত কিছুদিনে। 

২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত ফুলহ্যামে খেলার পর স্কটিশ ক্লাব সেল্টিকে যোগ দিয়েছিলেন দেম্বেলে। সেই ক্লাবে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। পরপর দুই মৌসুমে ক্লাবের ট্রেবল জয়ে তার ছিল বড় অবদান। ২০১৮ সালে যোগ দেন লিওঁতে। পরে ২০২০-২১ মৌসুমে ধারে আতলেতিকো মাদ্রিদে খেলার পর আবার ফেরেন লিওঁতে। ফরাসি ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭২ ম্যাচে ৭০ গোল তার। এখন ২৭ বছর বয়সেই তার অভিযান শুরু হচ্ছে সৌদি আরবে।  দেম্বেলের পাশাপাশি আল ইত্তিফাক দলে নিয়েছে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেন্ড্রিকে।  একই দিনে ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমকে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here