কুমিল্লায় ট্রেনে কাটা পড়া মায়ের পরিচয় মিললেও এখনও অজানা মেয়ের নাম

0

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার প্রায় সাড়ে চার ঘণ্টা পর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মায়ের পরিচয় পাওয়া গেছে। কিন্তু এখনও অজানা মেয়ের পরিচয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা। 

ইনচার্জ মোস্তফা বলেন, আমরা লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্তের চেষ্টা করেছি। কিন্তু স্থানীয় কেউ তাদের সঠিক নাম বলতে পারেনি। তবে স্থানীয়রা নিশ্চিত করেছে তারা মা ও মেয়ে। তারা স্থানীয় বিজয়পুর বাজারে ভিক্ষা করার সময় বাচ্ছাটা মা বলে ডাকতো। আর ওই মহিলাও মেয়ে বলে সবাইকে জানাতো। পরিচয় না পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তা নেই। জানতে পারি নিহত ওই নারী কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায় মো. শাফি মিয়ার মেয়ে সাবিনা আক্তার। কিন্তু মেয়েটার পরিচয় পাইনি। আমরা ওই স্থানে যোগাযোগের ব্যবস্থা করছি। সকালে তাদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here