অভিযোগ উঠেছিল স্পেনের রেফারি কমিটির সাবেক ভাইস-প্রেসিডেন্টকে অর্থ দিয়েছে বার্সেলোনা। আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। বার্সার বিরুদ্ধে উঠেছে ম্যাচের ফলাফল প্রভাবিত করার অভিযোগ। এ নিয়ে স্প্যানিশ প্রসিকিউটররা বার্সেলোনা ও ক্লাবটির সাবেক দুই প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করেছে।
স্পেনের পাবলিক প্রসিকিউটর কার্যালয় শুক্রবার মামলা করার বিষয়টি জানায়। এখন বিচারক মামলাটি গ্রহণ করবেন কিনা, সেটা অপেক্ষাধীন রয়েছে।
অভিযোগ উঠেছে, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানিকে ১৪ লাখ ইউরো দিয়েছে বার্সেলোনা।
প্রসিকিউটরদের দাবি, গোপন চুক্তির মাধ্যমে ‘অর্থের বিনিময়ে’ নেগরেইরা বার্সেলোনার ম্যাচে ‘রেফারিদের নেওয়া সিদ্ধান্তের পাশাপাশি ম্যাচের ফলাফলে’ ক্লাবটির পক্ষ নিয়েছিলেন।
অভিযোগ ওঠার পর বার্সেলোনা বিবৃতি দিয়ে অন্যায় সুবিধা নেওয়ার কথা উড়িয়ে দেয় ক্লাবটি। ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা কদিন আগে বলেন, এই বিষয়ে শিগগিরই তারা বিস্তারিত তুলে ধরবেন।
অভিযোগ আছে, বার্সেলোনা তাদের সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল ও জোজেপ মারিয়া বার্তোমেউয়ের সহায়তায় নেগরেইরার সঙ্গে একটি ‘গোপনীয় মৌখিক চুক্তি’ করেছিল।