কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের চড়ুইভাতি সম্পন্ন

0

রবিবার লং আইল্যান্ডের সবুজে ঘেরা আটলান্টিকের সন্নিকটে হেকসার স্টেট পার্কে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ২৪তম বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। ‘উজান ভাটির সম্প্রীতি-বাংলা আমার সংস্কৃতি’ স্লোগানে নিজ কমিউনিটিসহ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার দিপ্ত প্রত্যয়ের মধ্য দিয়ে এই চড়ুইভাতি সম্পন্ন হয়। 

নিউইয়র্কসহ ট্রাই স্টেটে বসবাসরত কিশোরগঞ্জ জেলার প্রবাসী ও অন্য জেলার বাসিন্দারাও অংশ নেন এতে। প্রধান অতিথি ছিলেন বেনে’র (বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক) বিশ্ব সমন্বয়কারী ড. খালেকুজ্জামান মতিন। সম্প্রীতির বন্ধন সুসংহত করার অভিপ্রায়ে জমকালো এই বনভোজনের উদ্বোধন করেন সম্মিলিতভাবে সংগঠনের ট্রাস্টিবোর্ডের সদস্য আব্দুল আওয়াল সিদ্দিকী, হেলাল উদ্দিন আহমেদ, হাবিব রহমান হারুন, ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক এবং জাইদুল কবির খান সারোয়ার, পৃষ্ঠপোষক ডা.সায়েরা হক, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. মোক্তার হোসেন, তারক পন্ডিত, মো.শহিদুল হাসান এবং আনোয়ার উদ্দিন খান, কার্যকরী কমিটির সভাপতি মো.আব্দুর রাজ্জাক, সহ সভাপতি হাবিবুর রহমান কামাল, আলী আহসান আকন্দ শামীম এবং হাবিবুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক তানভীর রায়হান মিঠু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল কবীর, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম রায়হান, মহিলা বিষয়ক সম্পাদিকা খালেদা আক্তার কিরণ, কার্যকরী সদস্য মো.আব্দুল খালেক, মো.মনিরুজ্জামান, রাফিউল করিম খান সাজ্জাদ, জাবির হোসেন তাকবীর, মো. এমদাদুল হক, মো.সায়েদুল্লাহ, দুলাল বিল্লাহ, চড়–ইভাতির আহবায়ক মুহিবুর রশিদ সুজন ও সদস্য সচিব ফয়সাল খান।  

অনুষ্ঠানের সভাপতি মো. আব্দুর রাজ্জাক আমন্ত্রিত সকল অতিথি ও কিশোরগঞ্জ জেলাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও সুস্বাস্থ্য কামনা করে দিবসের কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here