পরিবার থেকে বিচ্ছিন্ন স্বজনদের পরিবারের সাথে যোগাযোগ করা ও তাদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে প্রচারণা কর্মসূচির আওতায় ঝিনাইদহে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন (আরএফএল) বিষয়ক অর্ধ-দিবস সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ রেড ক্রিসেন্টের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে রেড ক্রিসেন্ট সোসাইটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান ও ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।