জাপানে জনসংখ্যা রেকর্ড হারে কমে গেছে

0

২০২২ সালে জাপানের জনসংখ্যা রেকর্ড হারে কমে গেছে বলে সরকারিভাবে এই তথ্য জানিয়েছে দেশটি। বুধবার প্রকাশিত দেশটির আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের জরিপে এমনটা জানানো হয়েছে। এতে দেখা গেছে, গত বছর জনসংখ্যা ৮ লাখ ৫২৩ জন কিংবা ০.৬৫ শতাংশ কমেছে। প্রথমবারের মতো একই সঙ্গে ৪৭টি অঞ্চলে জনসংখ্যা কমেছে। খবর দ্য গার্ডিয়ানের

বিশ্বের অনেক উন্নত দেশেই কম জন্মহারের সমস্যা চলছে। কিন্তু জাপানে সমস্যাটি তীব্র রূপ নিয়েছে। দেশটিতে গত ১৪ বছর ধরেই জনসংখ্যা কমছে। মন্ত্রণালয় বলছে, ১৯৬৮ সালের পর কমে যাওয়ার এ গতি তীব্র রূপ নিয়েছে। ১৯৬৮ সাল থেকে সরকার জরিপ কাজ শুরু করে।

জাপানের ১২ কোটি ৫০ লাখ জনসংখ্যার মধ্যে গত বছর আট লাখেরও কম শিশু জন্ম নিয়েছে যা রেকর্ড শুরুর পর সর্বনিম্ন। করোনা মহামারি জাপানের জনতাত্ত্বিক চ্যালেঞ্জকে আরও কঠিন করে তুলেছে। সাম্প্রতিক বছরগুলোতে বিয়ের সংখ্যা কমেছে, যা জন্মহার আরও কমিয়ে দিয়েছে। আর করোনার কারণে স্বাভাবিকের বেশি মৃত্যু হয়েছে।

গত বছর ৫ শতাংশ কমে জাপানে ৭ লাখ ৭০ হাজার ৭৪৭টি শিশু জন্ম নেয়। এটি কম শিশু জন্ম নেওয়ার নতুন রেকর্ড। আর করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত বছর ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। প্রধানমন্ত্রী কিশিদা গত মাসে কমে যাওয়া জন্মহার বাড়াতে সক্ষম জনগোষ্ঠীকে সমর্থন জোরদারে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের পরিকল্পনা ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here