ফিলিপাইনে টাইফুন ‘ডোকসুরি’র আঘাতে নিহত ১

0

ফিলিপাইনের দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে টাইফুন ডোকসুরি। এতে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টাইফুনের প্রভাবে এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিচু গ্রাম প্লাবিত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুলাই) দিনগত মধ্যরাত ৩টা ১০ মিনিটে ফিলিপাইনের উত্তরে ফুগা দ্বীপে কিছুটা দুর্বল হয়ে আঘাত হানে সুপার টাইফুনে রূপ নেওয়া ডোকসুরি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে টাইফুনের প্রভাবে ফিলিপাইনের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল দ্বীপ লুজোনের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবন হুমকির মধ্যে পড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কাও করছে কর্তৃপক্ষ।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, টাইফুনে রাজধানী ম্যানিলার পূর্বে ফিলিপাইনের রিজাল প্রদেশে একজনের মৃত্যু হয়েছে। উত্তর কাগায়ান প্রদেশে ঝুঁকিতে থাকা উপকূলীয় গ্রাম এবং স্কুল থেকে ১২ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 

সূত্র : আলজাজিরা

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here