প্রেমের সম্পর্কে জড়িয়েছিল মেয়ে। কিন্তু তার সেই সম্পর্ক নিয়ে ঘোর আপত্তি ছিল মায়ের। মেয়েও নাছোড়বান্দা। পাত্তা দেয়নি মায়ের কথা। শেষ পর্যন্ত ‘অবাধ্য’ মেয়েকে খুন করে ফেললেন মা। আর সেই কাজে মাকে সাহায্য করল অন্য সন্তানেরা। পুলিশ অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের সীতামারি জেলায়।
জানা গেছে, ওই জেলার মেলওয়ার গ্রামে বাড়ি ওই পরিবারের। মেয়ে রাগিনী একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তা বুঝতে পারে তার মা। কিন্তু সম্পর্কে আপত্তি ছিল মায়ের। বারবার মেয়েকে নিষেধ করেও কাজ হয়নি। তাই শেষ পর্যন্ত মেয়েকে খুনই করে ফেললেন মা। দুই ছেলেকে সঙ্গে নিয়ে মা হত্যা করলেন নিজের মেয়েকে। তারপর প্রমাণ লোপাটে মেয়ের মরদেহ পুঁতে দিলেন বাড়ির পিছনের উঠানে।
পুলিশ বাড়ির পিছনের উঠান খুঁড়ে রাগিনীর মরদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট পেলে কীভাবে খুন করা হয়েছে তা পরিষ্কার হবে বলে মনে করছে পুলিশ। নারীকে গ্রেফতার করা গেলেও তার দুই ছেলে পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চলছে। সূত্র: ইন্ডিয়া টুডে, ভারত এক্সপ্রেস, নিউজ১৮