কার্তিকের মুকুটে নতুন পালক

0

কার্তিক আরিয়ানের জীবনে বড় খবর। ১৪ তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (আইএফএফএম) সম্প্রতি অভিনেতাকে চলতি বছরের ‘রাইজিং গ্লোবাল সুপারস্টার’ মনোনীত করেছে। সেই উপলক্ষে পুরস্কৃত হবেন অভিনেতা এবং তার অভিনীত ছবি দিয়েই সেজে উঠবে ফেস্টিভ্যালের সিংহভাগ।

আগামী ১১ অগাস্ট মেলবোর্নে আয়োজিত ফিল্ম ফেস্টিভ্যালে কার্তিককে পুরস্কার তুলে দেবেন ভিক্টোরিয়ার গভর্নর। অনুষ্ঠানের মঞ্চে ছবি সমালোচক রাজীব মসন্দের সঙ্গে আলাপচারিতায় মাতবেন অভিনেতা। সূত্রের খবর- ফেস্টিভ্যালে অভিনেতার ‘সত্য প্রেম কী কথা’ এবং ‘ভুলভুলাইয়া’ ছবি দুইটির স্ক্রিনিং হবে। 

এই প্রসঙ্গে ফেস্টিভ্যাল ডিরেক্টর মিতু ভৌমিক লাঞ্জে জানিয়েছেন, কার্তিক আরিয়ান এই মুহূর্তে ভীষণ জনপ্রিয়। ভারতে তো বটেই, অস্ট্রেলিয়াতেও। অভিনয় দিয়ে সকলের মন জয় করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here