রুশ প্রতিরক্ষামন্ত্রীকে ‘উষ্ণ অভ্যর্থনা’ উত্তর কোরিয়ার

0

উত্তর কোরিয়া সফরে গেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। একই সঙ্গে দেশটিতে সফরে গেছে চীনের একটি প্রতিনিধি দল। তারা উত্তর কোরিয়া বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন।

করোনার পর প্রবল কড়াকড়ি আরোপ করেছিল উত্তর কোরিয়া। নিজেদের নাগরিকদের পর্যন্ত দেশে ঢুকতে দিচ্ছিল না। করোনা পরবর্তী সময়ে এই প্রথম বিজয় দিবসের অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিরা যোগ দিচ্ছেন।

এদিকে রুশ মন্ত্রী শোইগুকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার সামরিক কর্তারা। এসময় শোইগু বলেছেন, তার এই সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে।

জানা গেছে, রাশিয়া ও চীনের প্রতিনিধিরা বিজয় দিবসের প্যারেডে থাকবেন। উত্তর কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, এবারের বিজয় দিবসের প্যারেড ঐতিহাসিক হবে।

এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। যুক্তরাষ্ট্র এখন তাদের বন্ধু দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া করছে। তারা দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্র ছুঁড়তে পারে এমন যুদ্ধজাহাজও মহড়ায় পাঠিয়েছে।

এর পাল্টা জবাবে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলেছে। গত সপ্তাহে তারা তিনবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here