আধুনিক ক্রিকেটের ইতিহাস বিরাট কোহলি ছাড়া লেখা একেবারেই অসম্ভব। তিনি কেবল রান মেশিন নন, ক্রিকেটের অনেক কিছু বদলে গেছে তার হাত ধরেই। সেই বিরাট বদলে গেলেন কার ছোঁয়ায়। তার জীবনের মোড় ঘুরিয়ে দিল কোন ঘটনা?
আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এক পডকাস্টে বিরাট শুনিয়েছেন সেই গল্প। তিনি বলেছেন, ‘যখন আমার বাবা মারা গেল, তখন আমার বাইরের দৃষ্টিভঙ্গিটা বদলায়। তবে আমার জীবন খুব একটা বদলায়নি। জীবন চারিদিকে একই বৃত্তে ঘুরপাক খায়। এই ঘটনা আমাকে আরও সহনশীল করে তোলে। আমি জীবনে কী করতে চাই সেদিকে আরও ফোকাস দিতে সাহায্য করে। আমি বেশ অনুপ্রেরণা পাই। তবে এটা আমার জীবন বদলে দেয়নি। আমি তখনও কেবল ক্রিকেট খেলছিলাম।’
কোহলি আরও বলেন, ‘সুতরাং এটা ছিল জীবন বদলে দেওয়া ঘটনা। কারণ যখন আপনি প্রেমে পড়বেন, তখন আপনিও বদলাতে শুরু করবেন। তখন আপনারা একসাথে চলতে শুরু করবেন। আপনার অনেক কিছু গ্রহণ করতে হবে, সেকারণেই এটা আমার জীবন বদলে দেওয়া ঘটনা।’
সূত্র: এনডিটিভি