ডাকাতির ঘটনায় গ্রেফতার ১

0

গাজীপুরের কালিয়াকৈরের জামালপুর চৌরাস্তা মোড় এলাকায় এক বাড়িতে ডাকাতি করার অভিযোগে মো. সুজন খান নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে মৌচাক ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত যুবক সুজন খান (৩২) কালিয়াকৈরের পলাশতলী এলাকার ফজলুল হকের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাতে উপজেলার দোয়ালিচালা এলাকার কাঠ ব্যবসায়ী মিজানুর রহমান মজনুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার সাথে জড়িত সন্দেহে মো. সুজন খানকে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here