দিনাজপুরের খানসামা উপজেলায় দুইটি ব্যাটারি চালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৩৮) নামে এক চালক নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে খানসামা-মনাগঞ্জ সড়কের আলোকঝাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজউদ্দিন জেলা প্রশাসকের পক্ষ থেকে মৃত ফরিদুলের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। নিহত ফরিদুল ইসলাম উপজেলার বানগাঁও গ্রামের রুস্তম আলীর ছেলে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।