এবার আসছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন। সম্প্রতি এই অ্যাপ আসছে বলেই ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।
এক টুইট বার্তায় জানানো হয়, আগামী সপ্তাহে চ্যাটজিপিটি অ্যাপ অ্যান্ড্রয়েড ভার্সনে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এরইমধ্যে গুগল প্লে স্টোরে অ্যাপটির প্রি-অর্ডার নেওয়ার কাজ শুরু হয়েছে।