বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের পোলেরহাট বাজার এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।
দেশব্যাপও জামায়াত-বিএনপি জোটের ‘তারুণ্যের সমাবেশ’র নামে বিশৃংখলা সৃষ্টি ও ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক মাহফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, অধ্যক্ষ আব্দুল হাই খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান আলী খান ও সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লাল।