ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানে দারুণ উত্তেজনা। এবারের ওয়ানডে বিশ্বকাপেও চির বৈরি দুই দেশের হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে ১৫ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এই লড়াই।
ম্যাচটির তারিখ ঘোষণার পর থেকেই আহমেদাবাদের হোটেল কক্ষ ভাড়া হয়ে গিয়েছে বলে জানিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস। প্রতিবেদন অনুযায়ী ৫০ হাজার থেকে ১ লাখ রূপির কক্ষগুলোও ফাঁকা নেই।
জানা গেছে, এই খবরে ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে মুম্বাই এবং দিল্লি থেকে আহমেদাবাদের ফ্লাইটের খরচ বেড়েছে ৬ গুণ পর্যন্ত। ১৫ হাজার থেকে ২২ হাজার রূপিতে বিক্রি হচ্ছে একেকটি টিকেট।