ফরিদপুরে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

0

ফরিদপুরে দুটি আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পাইককান্দি গ্রামে মো. ফরিদ শেখের বাড়িতে একদল লোক ডাকাতি করছে। পরে দ্রুত র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ভোর পাঁচটার দিকে ডাকাতি করে নেওয়া দুটি গরু ও একটি ট্রাকসহ সাতজনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-জেলা শহরের লক্ষ্মীপুর এলাকার মো. আলম হোসেন (৪৬), ফরিদপুর সদরের শিবরামপুর গ্রামের মো. শফিকুল শেখ (৩৫), ভাঙ্গার মানিকদী গ্রামের মো. ওমর ফারুক (৩২), শহরের টেপাখোলা এলাকার মো. মুসা সিকদার (৪২), সালথার নিধিপট্টি এলাকার মো. সবুজ মাতুব্বর (২৪), রাজবাড়ীর ভবকদিয়া গ্রামের মো. শাহাদাত হোসেন খান (২২) ও শহরের সাদীপুর এলাকার মো. খোকা শেখ (৪৫)।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, এ ঘটনায় ডাকাতি হওয়া বাড়ির মালিক ফরিদ শেখ বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ডাকাতির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে র‌্যাবের ডিএডি বাদী হয়ে ওই সাতজনকে আসামি করে অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here