ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড় সামলেও গত কয়েক বছর ধরে কর্মজীবনে নিজের সেরাটা দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে পা রেখেছেন বছর খানেক আগেই। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে নিজের অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন সামান্থা। মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে কাজ করছেন অভিনেত্রী। পাশাপাশি রয়েছে তেলেগু ছবি ‘খুশি’ও। ওই ছবিতে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী।
সম্প্রতি তাকে দেখা গিয়েছিল এক ধর্মীয় গুরুর আশ্রমে। সেখানে ধ্যানে মগ্ন ছিলেন অভিনেত্রী। এবার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেখা মিলল সামান্থার নতুন রূপ।
এক ঢাল লম্বা চুল একেবারে ছোট করে করে কেটে ফেলেছেন তিনি। ঘাড়ের কাছে এসে ঠেকেছে তার চুলের দৈর্ঘ্য। অসুস্থতার কারণেই কি এই রূপ বদল অভিনেত্রীর? সামান্থার ছবি দেখে অবশ্য তার উল্টোটাই মনে হয়। ছোট করে কাটা চুলেও বেজায় খুশি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিজের হাসিমুখের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। পরনে একটি স্নানপোশাক, আর চোখেমুখে সতেজতার ছাপ। অভিনয় থেকে বিরতি নিয়ে যে বেশ ভাল আছেন তিনি, তা স্পষ্ট তার এই ছবি দেখেই।
অভিনয় থেকে সামান্থার এক বছরের বিরতি নেওয়ার কানাঘুষো শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। শোনা যাচ্ছিল, একাধিক তামিল, তেলেগু ও হিন্দি ছবির নেওয়া অগ্রিম অর্থও নাকি ফেরত দিয়ে দিয়েছেন তিনি। এখন ছবি পিছু সাড়ে তিন থেকে চার কোটি টাকা নেন সামান্থা। খবর, বিরতির জন্য তিনটি ছবির কাজ ছেড়েছেন সামান্থা। ফলে, সেই ক্ষতির অঙ্ক ১০-১২ কোটি রুপির কম নয়।
গত বছর থেকেই মায়োসাইটিস নামক এক রোগের শিকার সামান্থা। পেশিপ্রদাহজনিত এই রোগের কারণে একাধিকবার হাসপাতালেও যেতে হয়েছে তাকে। সেই রোগের চিকিৎসার কারণেই অভিনয় থেকে বিরতি নিচ্ছেন অভিনেত্রী। জানা গেছে, আমেরিকায় অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সাহায্যে নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে চান তিনি। চিকিৎসার পিছনে কয়েক কোটি রুপি খরচ হলেও সুস্থ হয়ে উঠতে বদ্ধপরিকর সামান্থা।