আবারও একই দলের হয়ে খেলবেন তেলেস-রোনালদো

0

ইউরোপিয়ান ফুটবল থেকে একের পর এক খেলোয়াড় পাড়ি জমাচ্ছেন সৌদি আরবের লিগে। সেই তালিকায় এবার যোগ হয়েছে আলেক্স তেলেসের নাম। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাস্‌রে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। ২০২৫ সাল পর্যন্ত সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন তেলেস। দুইটি ক্লাবই নিশ্চিত করেছে বিষয়টি। 

২০২০ সালে প্রিমিয়ার লিগের ক্লাব ইউনাইটেডে যোগ দেন তেলেস। গত মৌসুমে সেভিয়ায় ধারে খেলেন ৩০ বছর বয়সী এই ফুল-ব্যাক। স্প্যানিশ ক্লাবটির হয়ে ইউরোপা লিগ জেতেন তিনি।  এবার ইউনাইটেডের সাবেক সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে আল নাস্‌রে খেলবেন তেলেস। চুক্তির আর্থিক বিষয় নিয়ে কিছু বলেনি কোনো পক্ষই। গণমাধ্যমের খবর, আনুমানিক ৬০ লাখ পাউন্ড পাবে ইউনাইটেড। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here