সিডনিতে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব

0

সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব আজ সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। 

অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন রকমের সুস্বাদু পিঠা পরিবেশন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পুলি, পাটিসাপটা, তেলের পিঠা, দুধ চিতই, ঝাল চিতই সাথে ভর্তা, ভাপা পিঠা, গুড়ের সন্দেশ, মুগ পাকন ও ফুলঝুরি পিঠা ইত্যাদি।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম আগামী ২ বছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটিকে মঞ্চে পরিচয় করিয়ে দেন। অ্যাসোসিয়েশনের উপস্থিত সদস্য ও তাদের পরিবার বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করে পিঠা উৎসবকে সাফল্যমণ্ডিত করায় তাদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াজেদুল আলী লুলু ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here