দলের খেলায় সন্তুষ্ট নন আর্সেনাল কোচ

0

স্পোর্তিং লিসবনের বিপক্ষে ম্যাচে এক পর্যায়ে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল আর্সেনাল শিবিরে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ড্র করলেও দলের খেলায় সন্তুষ্ট নন মিকেল আরতেতা। দলের রক্ষণ বেশ ভাবাচ্ছে লন্ডনের ক্লাবটির কোচকে।

ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে গত বৃহস্পতিবারের ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়। ২২তম মিনিটে উইলিয়াম সালিবার গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর দুই গোল হজম করে বসে তারা। ৬২তম মিনিটে প্রতিপক্ষের আত্নঘাতী গোলে হার এড়াতে পারে আর্তেতার দল।

স্পোর্তিং ম্যাচের পর স্প্যানিশ কোচ আর্তেতা বলেন, রক্ষণে জমাট না হতে পারলে সামনে তাদের সমস্যায় পড়তে হবে। আমরা সহজেই অনেক গোল হজম করছি, বিশেষ করে এমন একটি প্রতিযোগিতায় যেখানে আপনি টিকে থাকবেন নয়তো ছিটকে যাবেন। আমরা যথেষ্ট ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি এবং আমাদের প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে আরও ভালো করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here