মস্কোতে ড্রোন হামলা বানচালের দাবি রাশিয়ার

0

রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। কিন্তু সেই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী রাজধানী মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা ভণ্ডুল করে দিয়েছে।

বিবৃতি অনুসারে, ড্রোন ব্যবহার করে কিয়েভ রেজিম মস্কোতে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা চালায়। কিন্তু সেটা প্রতিহত করা হয়েছে। দুইটি ইউক্রেনীয় ড্রোনকে ধ্বংস করা হয়েছে। ড্রোন দুটো বিধ্বস্ত হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

 বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

রাশিয়ার নিউজ এজেন্সি তাসের খবরে বলা হয়েছে, একটি ড্রোন কমসোমোলস্কির প্রসপেকতে পড়ে। এই অঞ্চলটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিকটে অবস্থিত। অন্য ড্রোনটি ব্যবসা সেন্টার লিকাচেভা সড়কে পড়ে। এটি  মস্কোর প্রধান রিং রোডে অবস্থিত।

রয়টার্স বলছে, তারা স্বতন্ত্রভাবে মস্কোর এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here