নায়ক সুরিয়ার জন্মদিনের ব্যানার টাঙাতে গিয়ে দুই ভক্তের মৃত্যু

0

টলিউডের জনপ্রিয় নায়ক সুরিয়ার জন্মদিন উপলক্ষে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন তার দুই তরুণ ভক্ত।

পুলিশ জানিয়েছে, নাক্কা ভেঙ্কটেশ ও পোলোরি সাই নামের অন্ধ্রপ্রদেশের দুই তরুণ সুরিয়ার জন্মদি উপলক্ষে ব্যানার টাঙানোর সময় বিদ্যুৎপৃষ্ট হন।

এই দুর্ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষকে দায়ী করেছেন পোলোরি সাইর বোন অনন্যা। তার দাবি, দেখাশোন ও পড়ালেখার জন্য কারিকারি অর্থ নিলেও ছাত্রদের কর্মকাণ্ডের দিকে একদমই নজর রাখেনি কলেজ কর্তৃপক্ষ। ওই দুই তরুণ স্থানীয় একটি বেসরকারি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here