ফরিদপুরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাধে মতবিনিময় করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা বেগম কৃক।
শুক্রবার (১০ মার্চ) রাতে শহরের স্থানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মাহমুদা বেগম কৃক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নিদের্শ বাস্তবায়নে নৌকার পক্ষে কাজ করার জন্য তিনি মাঠে নেমেছেন। ফরিদপুর-১ আসনের তিনটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের দিক গুলো তুলে ধরছেন। পাশাপাশি এলাকার জনগনের নানা সমস্যার কথা শুনছেন। তাদের দাবি গুলো পূরনের চেষ্টা করে যাচ্ছেন।
মাহমুদা বেগম বলেন, বিগত দিনের কর্মকাণ্ড বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা আমাকে ফরিদপুর-১ আসনের নৌকার মাঝি বানাবেন সেই প্রত্যাশা করি। মনোনয়ন পেলে এবং নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়নের জন্য সবোর্চ্চ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতিবিনিময় সভায় প্রেসক্লাবের সহ সভাপতি মঞ্জুয়ারা স্বপ্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নূসরাত রাসুল তানিয়া, সাংবাদিক পান্না বালা, জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি, তরিকুল ইসলাম হিমেল, হারুন আনসারী রুদ্র, আনোয়ার জাহিদ, মনিরুল ইসলাম টিটু, এস এম মনিরুজ্জামান, বিজয় পোদ্দার, মাসুদুর রহমান তরুন, জাহিদুর রহমান ইবু।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল।
মতবিনিময় সভায় ফরিদপুরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।