জিম্বাবুয়েতে জিম-আফ্রো টি-টেন লিগে একই দিনে হারলো মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদের দল। ডারবান কালান্দার্সের কাছে ৭ উইকেটে হেরেছে মুশফিকের জোবার্গ বাফেলোস। অন্যদিকে কেপটাউন স্যাম্প আর্মির কাছে ৮ উইকেটে হেরেছে তাসকিনের বুলাওয়ে ব্রেভস।
জোবার্গ বাফেলোস প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ৯৪ রান তুলেছিল। ওপেনার টম ব্যান্টন ৩১ বলে খেলেন ৫৫ রানের ইনিংস। মুশফিক ১২ বলে ২ চার আর ১ ছক্কায় করেন ১৯।
এর আগে টি-টেন টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে মুশফিক খেলেছিলেন ২৩ বলে ৪৬ রানের ইনিংস। সেই ম্যাচ জয় পেয়েছিল তার দল। তবে শনিবার দলকে জেতাতে পারেননি মুশফিক।
অপরদিকে বেন ম্যাকডরমটের ১৭ বলে ২৭ আর কোবে হেফটের ৯ বলে ১৮ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ৮৬ রান তুলেছিল তাসকিনদের দল বুলাওয়ে। জবাবে তাদিওয়াসে মারুমনির ২১ বলে ৪৩ আর ম্যাথিউ ব্রিজকের ১৩ বলে ২৯ রানের হার না মানা দুই ইনিংসে ৬.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কেপটাউন।
এদিন তাসকিন প্রথম ওভারেই ফেরান আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে। তবে অল্প সংগ্রহের কারণে কেপটাউনকে আটকে রাখা সম্ভব হয়নি। আগের দুই ম্যাচে ৪ উইকেট নেওয়া তাসকিন এই ম্যাচে ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।