বাগেরহাটের মোরেলগঞ্জে আম্বিয়া বেগম (৪৫) নামে এক বিধবা নারীকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের ছেলে আব্দুর রহিম বাদশা বাদী হয়ে শনিবার দিবাগত রাত ১২টার দিকে থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলাটি দায়ের করেন।
গত শনিবার বেলা ৭টার দিকে কিছমত জামুয়া গ্রামের মৃত সেকান্দার আলী খানের স্ত্রী আম্বিয়া বেগমের গলাকাটা বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। নিজ ঘরে খাটের ওপর পাওয়া যায় তার রক্তাক্ত ও বিবস্ত্র মরদেহ। ওই ঘরে আম্বিয়া বেগম একাই থাকতেন।
থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, ঘটনার পর থেকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পিবিআই ও সিআইডির পৃথক ইউনিটও এ বিষয়ে কাজ করছে।