তুরস্কে জাতীয় সংসদ এবং প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার বলেন, ‘আগামী ১৪ মে উভয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’ এরদোয়ান বলেন, প্রেসিডেন্ট এবং সংসদ সদস্য নির্বাচনে আমাদের দেশের মানুষ আগামী ১৪ মে ভোটে যাবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, দুই দশকের মধ্যে তুরস্কের এই নির্বাচন সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে পারে। এরদোয়ানের দুই দশকের ক্ষমতায় তুরস্ক বেশ কিছু ক্ষেত্রে ঝুঁকির মধ্যে রয়েছে।